চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে আগুনে পুড়ছে একটি কম্বলের গুদাম। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নগরীর কদমতলী পোড়া মসজিদ এলাকায় একটি ভবনের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১টা ৩৫মিনিটে আগুন লাগার খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।