Monday 24 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় হারিয়ে যাওয়া ১৫০টি মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ১৭:৪৩

উদ্ধার করা মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। ছবি: সারাবাংলা

নওগাঁ: বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে নওগাঁ পুলিশ। থানা সূত্রে জানা যায়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে নওগাঁ পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করে।

সোমবার (২৪ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার উদ্ধারকৃত ১০৫টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।

পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। পুলিশ সুপার মোবাইল ফোন ব্যবহারকারীদের সর্তকতার সঙ্গে মোবাইল ফোন ব্যবহার করতে বলেন এবং কোনো কারণে মোবাইল ফোন চুরি কিংবা হারানো গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি