বগুড়া: নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের সক্ষম করে তুলবেন। তারেক রহমান তার ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে নারীর ক্ষমতায়নের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। দেশের নারী সমাজ জাগ্রত হলে বাংলাদেশ বদলে যাবে। এ বিশ্বাস থেকেই তিনি নারীদের অর্থনৈতিক নিরাপত্তা ও অধিকার নিয়ে কাজ করছেন। নারীর অধিকার সুরক্ষায় বিএনপি সুস্পষ্ট অঙ্গীকার নিয়ে মাঠে আছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নন্দীগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে বগুড়া-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোশাররফ হোসেনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ‘সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা: বিএনপির নির্বাচনি অগ্রাধিকার’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এই আসনে ধানের শীষের প্রার্থী মোশারফ হোসেনকে জয়ী করতে সবার সহযোগিতা প্রয়োজন। আপাদের মূল্যবান ভোটই ধানের শীষের একমাত্র জয়ের পথ। তাই আসুন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোশারফ হোসেনকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।’
অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, ‘দেশের অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি বেকারত্ব দূরীকরণ, অবকাঠামোগত উন্নয়ন বগুড়াসহ সারাদেশে সামগ্রিক উন্নয়নের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই নারীর ক্ষমতায়নসহ তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়ন, যার অর্থ দেশের সামগ্রিক উন্নয়ন। আপনাদের এই বগুড়ার সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই তারেক রহমানকে দীর্ঘ ১৭ বছর দেশের মাটিতে থাকতে দেয়নি ফ্যাস্টিষ্ট সরকার। বগুড়া হলো দেশের নেতৃত্ব দেওয়া সন্তানের জন্মভুমি।’
তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যৌতুকবিরোধী আইন প্রণয়ন করেছিলেন, যা নারীর মর্যাদা প্রতিষ্ঠায় মাইলফলক। শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে নারীরা রাজনীতি ও সমাজে শক্ত অবস্থান তৈরি করেছে। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাই আগামী নির্বাচনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার প্রমুখ।
এরআগে সকালে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ধান ক্ষেতে গিয়ে কৃষকদের সঙ্গে মিছিল করেন অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষের ভোট প্রার্থনা করেন। এসময় নিপুন রায় কৃষকদের সঙ্গে ধান ক্ষেতে যান। এতে কৃষকদের মাঝে ধানের শীষের আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে।