পাবনা: পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। সোমবার (২৪ নভেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগর উপজেলার চব্বিশমাইল দূর্গাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুজানগর উপজেলার আমিনপুর থানার নান্দিয়ারা গ্রামের জব্দুল শেখ (৩৫) ও তার শিশুকন্যা জুবাইয়া খাতুন (৮)। আহত দুইজন জব্দুলের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়াম (৫)-কে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনার মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার সময় পাবনা থেকে পাট বোঝাই একটি ট্রাক কাশীনাথপুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছার পর একই দিকে যেতে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলটি ট্রাকের নিচে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জব্দুল শেখ ও তার মেয়ে জুবাইয়া মারা যায়। এসময় মোটরসাইকেলে থাকা জব্দুলের ছেলে মমিন ও ভাতিজা সিয়ামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও ট্রাক মোটরসাইকেল জব্দ করে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যেতে সক্ষম হয়।