কথার চোটে বৃষ্টি থেমে ঝড়,
স্বপ্ন আসে শান্তি নিয়ে সুখ ভাসে বর;
ফুলের হাওয়ায় ভাসছে সবুজ, আনন্দ থরথর।
চৌধুরীর সঙ্গে সঙ্গে কবরে চলে যায় আমার শ্রেষ্ঠ মানুষ, আমার শ্রেষ্ঠ সময়। চৌধুরীর মৃত্যুর পর বুঝতে পারলাম, জীবনের শ্রেষ্ঠ সময় কী জিনিস। প্রিয়জনকে নিয়ে কাটানো সময়ই জীবনের শ্রেষ্ঠ সময়। হোক তা সুখের বা দুঃখের। এখানে চৌধুরী হলেন কেবিন নম্বর ৮০১ উপন্যাসের প্রধান চরিত্র চয়নিকা জাহান চৌধুরী। আর ‘আমি’ হলেন লেখক ড. মোহাম্মদ আমীন। এই উপন্যাসে প্রাণপ্রিয় স্ত্রীকে স্মরণ করে সময়ের ক্ষতে কিছুটা প্রলেপ লাগানোর আপ্রাণ চেষ্টা করেছেন লেখক।
ভালোবাসা মানে জ্বলন্ত আগুনে পুড়ে যাওয়া পরিতৃপ্ত মনের অপরিতৃপ্ত কান্না। ভালোবাসলে দুঃখ পোহাতে হয়। দুঃখের অনুভূতিটাই ভালোবাসার ভূমি, ভালোবাসার পলি। পাঠক সেই পলির দেখা পাবেন কেবিন নম্বর ৮০১ উপন্যাসে। লেখক প্রাণপ্রিয় স্ত্রীকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুলেছেন। যে ঝাঁপিতে আমরা পাই নিবিড় ভালোবাসার কথা। ভালোবেসে হারানোর ব্যাথার কথা। মূর্তিমান হয় চিরন্তন সত্য, ভালোবাসার মানুষ কখনো মরে না। স্বপ্নমধুর মোহে আঁকড়ে রাখে যোজন যোজন গুণ।
কেবিন নম্বর ৮০১ এর পৃষ্ঠায় পৃষ্ঠায়, ঘটনায় ঘটনায় স্ত্রীর প্রতি লেখকের যে একনিষ্ঠতা দেখা যায় তা নিখাদ বাস্তবতার বিরল ঘটনা। যে কারণে বইটি উপন্যাস হয়েও জীবন্ত সম্পর্কের অনাবিল প্রেমের বহুমাত্রিক দর্শন হয়ে উঠেছে। লেখক তার প্রিয়তমার অসুখে পাশে থেকে অবিরাম সেবা দিয়ে আনন্দ পেয়েছেন। এটি একদিকে প্রেম ও আনন্দ, অন্যদিকে বিনিময়। আবার একদিকে সেবা অন্যদিকে মানবতা বিদূষিত অতুলনীয় পেশাদারিত্ব। লেখকের ভাষায় ,‘আনন্দ থাকলে কোনো কাজই কঠিন মনে হয় না।’
লেখক আরও লিখেছেন,‘যেদিন থেকে চৌধুরীর অসুস্থতার নিবিড় সেবা শুরু করেছি বা করতে বাধ্য হয়েছি সেদিন থেকে তার মৃত্যু পর্যন্ত সময়টুকু আমার জীবনের শ্রেষ্ঠ সময়। চৌধুরী অসুস্থ না হলে বুঝতাম না তাকে আমি কত ভালোবাসি। সে মারা না গেলে বুঝতাম না- আমার জীবন এবং জীবনের সুখ-দুঃখ হাসিকান্না কোথায় থাকত। মৃত্যুও কয়েক সেকেন্ড পূর্বে নির্বাক মমতার করুণ চোখে না তাকালে বুঝতাম না পৃথিবীতে আমাকে কে সবচেয়ে বেশি ভালোবাসত।’
জানি সে আসবে না আর পরিচিতসেই মুখে,
তবুও ঠিক থাকবে বেঁচে আমার সুখে-দুঃখে।
লেখার এমন আকুলতায় ড. মোহাম্মদ আমীন বুঝিয়ে দিয়েছেন দাম্পত্য জীবন কত মধুর, কত বৈচিত্র্যময়। ১৯১ পৃষ্ঠার কেবিন নম্বর ৮০১ এর প্রতিটি পাতায় পাতায় ফুটে উঠেছে ভালোবাসার কথা। মায়ার বাধনের কথা। পাঞ্জেরী পাবলিকেশন্স লি. থেকে প্রকাশিত এই বইটি সংগহ করে এই মায়ার ভুবনে হারিয়ে যেতে পারেন পাঠক আপনিও।