Monday 24 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ১৯:২২

‘সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার, চ্যালেঞ্জ ও আমাদের করণীয়’-শীর্ষক আলোচনা সভা। ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: ময়মনসিংহে কারিতাস আলোকিত শিশু প্রকল্প আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, সমাজের বড় অংশই শিশু। আর আমাদের দেশের শিশুদের বড় একটা অংশ এখনো সুবিধাবঞ্চিত। দারিদ্র্যতা, পারিবারিক সমস্যা, সামাজিক নিরাপত্তার অভাব ইত্যাদি কারনে শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষার আলো থেকে। বঞ্চিত হচ্ছে সুনাগরিক হয়ে ওঠার সুযোগ থেকে। ক্ষুধা, রোগ, আপদ-বিপদ এদের নিত্য সঙ্গী। এদের কেউ কেউ বিপথেও চলে যাচ্ছে। তাই এসব শিশুদের রক্ষায় সামাজিক এবং রাষ্ট্রীয় উভয় দিক থেকেই সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। এদের জীবনমান বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। তবেই সমাজে এরা সুনাগরিক হিসেবে প্রতিষ্টিত হবে। বেড়ে উঠবে আর দশটা সাধারণ শিশুর মতোই।

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে ‘সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার, চ্যালেঞ্জ ও আমাদের করণীয়’-শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা।

কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সিডস-এর প্রোগ্রাম ম্যানেজার দুলেন আরেংয়ের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক ফারজানা আনসারী, প্রবেশন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীর পারভীন।

ময়মনসিংহের বঞ্চিত শিশু অধিকার নিয়ে প্রবন্ধ পাঠ করেন আনন্দ মোহন কলেজের সমাজসেবা বিভাগের সহযোগি অধ্যাপক মোহাম্মদ রশিদুল আলম। প্রতিষ্ঠানের পক্ষে স্বাগত বক্তব্য দেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা বুলবুল মানখিন।

আলোচনা সভায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কুলশিক্ষক, সাংবাদিক, শিশু সুরক্ষা কমিটি, অভিভাবক ও শিশুসহ ৮০ জন অংশ নেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন
২৪ নভেম্বর ২০২৫ ১৮:৫৫

জানি সে আসবে না আর...
২৪ নভেম্বর ২০২৫ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর