খুলনা: খুলনার রূপসায় ভোটকেন্দ্র ভিত্তিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকালে উপজেলার ৪নং টিএসবি ইউনিয়ন পরিষদ চত্বরে ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সেক্রেটারি মো. নাজিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা অ্যাড: মোহাম্মদ কামরুল হাসান পলাশ, থানা তারবিয়াত সেক্রেটারি হাফেজ মো. জাহাঙ্গীর ফকির, উপজেলা ইউনিট রুকন হাফেজ সাইফুল ইসলাম, টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আসাদুজ্জামান, সেক্রেটারি হাফেজ মাও. গোলাম রসুল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল আমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. মোস্তাকিম বিল্লাহ শাহিন, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি এস এম হোসাইন আহমদ, এম এম বাহলুল আলম মনা, ছাত্রশিবিরের থানা সেক্রেটারীয়েট সদস্য মো. ইসমাইল ফকির।
১নং ওয়ার্ড সভাপতি মো. আলমগীর ফকিরের সভাপতিত্বে ও হুসাইন আহম্মেদের পরিচালনায় উপস্থিত ছিলেন-মাও. ইবরাহীম খলিল ফারুকী, হারুন অর রশিদ, মাও. আব্দুল গফ্ফার, তামিম বাদশা, মুন্সি মনিরুজ্জামান, কাজী খাইরুল ইসলাম, কাজী আবুল বাশার, এস, এম ওমর ফারুক, আব্দুর রশিদ, মো. সোহাগ শেখ, মো. এখলাছ শেখ, সৈয়দ মাসুদ আলী, রবিউল শেখ, হেলাল খান, মেহেদী, জামাল খান, আবু সাদিক, রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, কামরুল ইসলাম, রেজওয়ান, জামাল খান, খলিলুর রহমান, মনিরুজ্জামান, আনোয়ার ফকির, মিজানুর রহমান বিপ্লব, শরিফুল মিনা প্রমুখ