নেত্রকোনা: নেত্রকোনা জেলার মদন পৌরশহরের এক অগ্নিকাণ্ডে মহিউদ্দিন মার্কেটে বিভিন্ন ধরনের কাপড়, প্রসাধনীসহ অন্যান্য পণ্যের অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় ফায়ার সার্ভিস।
বুধবার (২৬ নভেম্বর) সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে মদন পৌরসভার মহিউদ্দিন মার্কেটের কাপড় পট্টির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিমুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও, ততক্ষণে মার্কেটের অনেকগুলো দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতি হিসাব করা হচ্ছে বলে জানান তিনি।