ঢাকা: বাতাসে আর্দ্রতা কমায় সারাদেশের মতো রাজধানীতে মিলছে হালকা শীতের অনুভূতি। ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ বেশ পরিষ্কার থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ। শীতের হাওয়া অনুভূত হলেও দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসছে না। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।
শীতের হালকা আমেজের মধ্যেই রাজধানীর আকাশ আজ সারাদিনই পরিষ্কার থাকতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। এতে দিনের আলো থাকবে উজ্জ্বল, আর সন্ধ্যা নামলে অনুভূত হবে বাড়তি শীতলতা।
আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৩ মিনিটে।