Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ১৫:২৮ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১৬:১৪

শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে তিনটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থীতিশীল করতে ভারত থেকে আনা হয়েছে এসব আগ্নেয়াস্ত্র।

এবিষয়ে শুক্রবার (২৮ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে চকপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে ২৫ গজ অভ্যন্তরে অভিযান চালায় বিজিবির একটি দল। এ সময় তিনটি বিদেশি ওয়ান শ্যুটারগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে সন্ত্রাসী কার্যক্রমের জন্য ভারত থেকে এসব আগ্নেয়াস্ত্র আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গত এক মাস ধরে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে উল্লেখ করে বিজিবি অধিনায়ক বলেন, অস্ত্র ও গোলাবারুদের চোরাচালানরোধে সীমান্তে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে বিজিবি।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর