ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সদস্য সচিব আখতার হোসেন চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেখতে যান।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের এইচডিইউতে তাকে দেখতে যান তিনি।
হাসপাতালে কিছুক্ষণ অবস্থান করে তিনি ডা. তাহেরের চিকিৎসার অগ্রগতি ও বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা সম্পর্কে অবহিত হন।
৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ডা. তাহেরের শারীরিক উন্নতি সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি আখতার হোসেন তার আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করেন। নায়েবে আমিরের পাশে বসে তার সাহস জোগান এবং দলের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করেন।