Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিতাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ২০:০৬ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ২১:৫৭

টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত

টাঙ্গাইল: জেলার সখীপুরে পিতাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৩০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সিনিয়র ও জেলা দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় দেন। একইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ওয়াহেদুজ্জামান (৪৫) সখীপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়ার আব্দুস সামাদের ছেলে।

আদালত সূত্র জানায়, গত বছর ২৫ ফেব্রুয়ারি সখীপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়ায় পারিবারিক কলহের জেরে নিজের বসতবাড়িতে পিতা আব্দুস সামাদকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে তার ছেলে ওয়াহেদুজ্জামান। ঘটনার দিন রাতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। পরে নিহতের ভাই আব্দুর রশিদ সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

টাঙ্গাইল আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন বলেন, ‘গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে আদালতে সকল সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়। এই রায়ে হত্যার বিচারে আইনের শাসন প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হলো।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর