Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি কোথাও পৌঁছালে ১২০% দিয়ে পৌঁছাই—কোহলি

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১০:৪৯

৮৩তম সেঞ্চুরি পেয়েছেন কোহলি

টেস্ট ও টি-২০কে বিদায় বলেছেন আগেই। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে বিরাট কোহলি শুধু খেলছেন ৫০ ওভারের ফরম্যাটেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচিতে দুর্দান্ত এক সেঞ্চুরি পেয়েছেন কোহলি, জিতেছে ভারতও। ম্যাচ শেষে কোহলি বলছেন, তিনি মাঠে নামলে নিজের ১২০ শতাংশ দিয়েই খেলেন।

বিশ্বকাপ জিতে টি-২০ ক্রিকেটকে বিদায় বলেছিলেন ২০২৪ সালে। এই বছরে সবাইকে খানিকটা চমকে দিয়েই টেস্টকে বিদায় বলেন কোহলি। স্বেচ্ছায় না টিম ম্যানেজমেন্টের চাপে অবসর নিয়েছেন তিনি, এ নিয়ে হয়েছে বিস্তর তর্ক।

কোহল নিজেই জানিয়েছেন, তার একমাত্র লক্ষ্য এখন ২০২৭ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ১২০ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন কোহলি। তার ব্যাট থেকে এসেছে ১১টি চার ও ৭টি ছক্কা। এটি ছিল ওয়ানডেতে তার ৫২তম এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৮৩তম সেঞ্চুরি।

বিজ্ঞাপন

নিজের ৪৪তম ম্যাচসেরা পুরস্কার নিতে এসে কোহলি বলেন, ‘আমি আগেও বলেছি, আমি যদি কোথাও পৌঁছাই তবে আমি ১২০% দিয়ে পৌঁছাবো। আমি এখানকার পরিস্থিতি কিছুটা বুঝতে চেয়েছিলাম, দিনে কয়েকটি এবং সন্ধ্যায় একটি ব্যাটিং সেশন করে নিজের প্রস্তুতি নিশ্চিত করি। ৩৭ বছর বয়স হওয়ায় খেলার আগের দিন ছুটি নিয়ে রিকভারির দিকেও নজর দিতে হয়েছে।’

কোহলির কাছে সফলতার মূল চাবিকাঠি শারীরিক পরিশ্রমের চেয়েও বেশি মানসিক তীক্ষ্ণতা, ‘আমি খেলাটিকে মনে মনে অনেক বেশি ভিজ্যুয়ালাইজ করি। যতক্ষণ আমি নিজেকে ততটা তীব্র, ততটা তীক্ষ্ণ, ফিল্ডার এবং বোলারদের মোকাবিলা করতে দেখি, তখন আমি জানি যে আমি একটি ভালো অবস্থানে আছি এবং আমি এক প্রকার শান্ত হয়ে খেলতে পারি। আমি প্রতিদিন শারীরিকভাবে কঠোর পরিশ্রম করি, এটি এখন কেবল ক্রিকেটের সাথে সম্পর্কিত নয়, এটি আমার জীবন যাপনের পদ্ধতি।’

বিজ্ঞাপন

ঢাকার বায়ু 'খুব অস্বাস্থ্যকর'
১ ডিসেম্বর ২০২৫ ১০:০২

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর