ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে টিমটি হাসপাতালে প্রবেশ করে চিকিৎসায় নিয়োজিত দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসে। দলের অধিকাংশ সদস্যই চীনের নাগরিক বলে জানা গেছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ম্যাডামের বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। অতিরিক্ত বিশেষজ্ঞ পরামর্শ পেতে বিদেশি মেডিকেল টিম আনা হয়েছে।”
হাসপাতাল সূত্র জানায়, দুপুর ২টা ৫০ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে এই বিশেষজ্ঞ দল। তারা খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার রিপোর্ট পর্যালোচনা ছাড়াও উন্নত চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করবেন।
এদিকে মেডিকেল বোর্ড জানিয়েছে, খালেদা জিয়ার স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের জটিলতা বাড়ছে। তার বর্তমান পরিস্থিতিতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত ও নিবিড় পর্যবেক্ষণ জরুরি।
এর আগে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার চিকিৎসা বর্তমানে দেশি-বিদেশি চিকিৎসকদের যৌথ তত্ত্বাবধানে চলছে।
তিনি আরও বলেন, “আমরা তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করছি।”
বর্তমানে এভারকেয়ার হাসপাতালের বাইরে নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সমর্থকদের উপস্থিতি থাকলেও দলীয় নেতারা বারবার ভিড় না করতে অনুরোধ জানাচ্ছেন।