Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৪

পুকুরে বিষ প্রয়োগের ফলে ভেসে উঠল মরা মাছ। ছবি: সারাবাংলা

বগুড়া: জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীনের ২টি পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২০ লাখ টাকার মাছ মারা গেছে। রোববার (৩০ নভেম্বর) রাতে কায়েতপাড়ায় এ ঘটনা ঘটে। সোমবার (১ নভেম্বর) সকালে পুকুরগুলো দেখাশোনায় দায়িত্বরত লুৎফুর রহমান মাছ মরে ভেসে উঠতে দেখে তাকে খবর দেন।

সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন জানান, বেশ কিছুদিন ধরে তিনি ৪টি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। এসব পুকুরে পাঙ্গাস, রুই, কাতল, দেশী টেঙরা সহ দেশীয় নানা প্রজাতির মাছ চাষ করেছেন। এতে তার প্রায় অর্ধকোটি টাকার মতো খরচ হয়েছে। ইতোমধ্যে মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠেছে। রাতে কে বা কারা তার ৪টি পুকুরের মধ্যে ২টি পুকুরে বিষ দিয়েছে।

বিজ্ঞাপন

সকাল বেলা পুকুরে মাছ ভাসতে দেখে পুকুরগুলো দেখাশোনার দায়িত্বে থাকা লুৎফুর রহমান তাকে খবর দেন। তিনি পুকুরে ছুঁটে এসে দেখেন মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেশী নাছির উদ্দীন জানান, প্রথমে গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও পরে আমরা বুঝতে পারি বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলা হয়েছে। সোমবার সন্ধ্যায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ করবেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর