লালমনিরহাট: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন প্রেস ফাইভ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) আদিতমারী উপজেলার নমুড়ি মাদরাসা হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের নেতারা ছাড়াও জেলায় কর্মরত সাংবাদিকরা এতে অংশ নেন।
এ সময় সংগঠনের আহ্বায়ক সদস্য রাহেবুল ইসলাম টিটুল বলেন, আজ আমরা খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেছি। প্রেস ফাইভের পক্ষ থেকে আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছি।
প্রেস ফাইভের যুগ্ম আহ্বায়ক ফারুক আলম বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে টিকিয়ে রাখতে যাদের ভূমিকা অনস্বীকার্য, বেগম খালেদা জিয়া তাদের একজন। তিনি এখনও আমাদের মাঝে আছেন, তাই হয়তো শূন্যতার অনুভূতি তেমনটা হয় না। তবে একদিন তার অভাব স্পষ্টভাবে অনুভূত হবে। তাই সবাইকে তার জন্য দোয়া করতে হবে।’
যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজার রহমান বলেন, ঐক্য, স্বাধীনতা আর গণতন্ত্র এই তিনটি ধারণার প্রতি খালেদা জিয়ার অঙ্গীকার আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে।
প্রেস ফাইভের উপদেষ্টা ও সিনিয়র রিপোর্টার রেজাউল করিম মানিক বলেন, খালেদা জিয়া আজ দেশের বহু মানুষের কাছে একটি প্রিয় নাম। তার কর্মগুণে তিনি হয়ে উঠেছেন মহীয়সী নারী। তিনি এখন কঠিন সময় পার করছেন। তার সুস্থতা সবারই কাম্য। প্রেস ফাইভের লক্ষ্য হলো একসঙ্গে থেকে সাফল্যের গল্প তৈরি করা, ব্যর্থতার নয়।
সংগঠনের আহ্বায়ক ও সিনিয়র রিপোর্টার আলতাফুর রহমান বলেন, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও একজন রাষ্ট্রপতির সহধর্মিণী খালেদা জিয়া এখন শারীরিকভাবে খুব একটা ভালো নেই। আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করি।
দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।