বগুড়া: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দল বগুড়া জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মাসুদ এর নির্দেশনায় সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বগুড়া সদরের জোড়গাছা হাট জামিয়া আরাবিয়া বায়তুল উলুম বালিকা মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি এস এম ওহেদুল ইসলাম এর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন-কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক বিএম ওবায়দুর রহমান, জামিয়া আরাবিয়া বায়তুল উলুম বালিকা মাদরাসার মোহতামিম আবু বক্কর সিদ্দিক, কাহহার, রেজাউল, আব্দুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।