Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় জামায়াতের নির্বাচনি গণসংযোগ

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ২০:৩৫ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৫ ২০:৩৭

জামায়াতের নির্বাচনি গণসংযোগ

বগুড়া: বগুড়া সদরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ ও নির্বাচনি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে লাহিড়ীপাড়া ইউনিয়নের পাঁচ আউলিয়া মাদরাসা মাঠে ইউনিয়ন আমির বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি হেলাল উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘নির্বাচনি এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলে জানতে পারছি, জনগণ অধীর আগ্রহে বসে আছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য। তারা বলছেন এখন সময় এসেছে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠন করতে হবে। আপনারাও কুরআনের সমাজ কায়েম করতে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।’

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য দেন শহর সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, সমাজসেবা সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, মানব সম্পদ সম্পাদক ও ইউনিয়ন নির্বাচন পরিচালক সেলিম রেজা।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা ইমরান হোসেন, আব্দুস সোবাহান প্রমুখ।

বিজ্ঞাপন

হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা
২১ জানুয়ারি ২০২৬ ১৭:৫৮

আরো

সম্পর্কিত খবর