Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৬ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ ১৭:১২

নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবিঃ সারাবাংলা

নওগাঁ: শহরের লিটন ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার পরনে ছিল লুঙ্গি ও জ্যাকেট। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, লিটন ব্রিজের নিচ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে স্থানীয় দোকানিরা সেখানে গিয়ে একটি মরেদহ পড়ে থাকতে দেখে। এর পর পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে। তবে মৃত ব্যক্তিকে এর আগে কেউ এলাকায় দেখেনি।

ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তি কয়েকদিন আগে মারা গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর