Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবন্ধীদের সামাজিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে: জসিম উদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৭

প্রতিবন্ধীদের ‘অপ্রতিরোধ্য সম্মাননা’ অনুষ্ঠানে ঢাকা-১০ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। ছবি: সংগৃহীত

ঢাকা: জামায়াত ক্ষমতায় গেলে শারীরিক প্রতিবন্ধী শিশুদের বিকাশে রাষ্ট্রীয়ভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী চাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১০ আসনের উদ্যোগে স্থানীয় প্রতিবন্ধীদের ‘অপ্রতিরোধ্য সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জসিম উদ্দিন সরকার বলেন, একজন প্রতিবন্ধী শিশুকে একটি পরিবারের পক্ষে এককভাবে গড়ে তোলা কষ্টসাধ্য। ‘প্রতিবন্ধীদের গড়ে তুলতে সামাজিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে।’ এটি সামাজিক দায়বদ্ধতার অন্যতম একটি অংশ। প্রতিবন্ধীদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে তাদেরকে জাতীয় সম্পদে রূপ দেওয়া যায়। তাদের রয়েছে অভাবনীয় প্রতিভা এবং মেধা।

বিজ্ঞাপন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক অধ্যাপক নুর নবী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১০ আসনের নারী সমন্বয়ক ড. ফেরদৌস আরা খানম বকুল এবং সৃজনশীল নারী ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সেক্রেটারি রওশন আরা।

নিউ মার্কেট থানা আমির মাওলানা মহিব্বুল হক ফরিদের পরিচালনায় স্থানীয় সাইয়্যেদনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অপ্রতিরোধ্য সম্মাননা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধানমন্ডি থানার সাবেক আমির অ্যাডভোকেট জসিম উদ্দিন তালুকদার, হাজারীবাগ দক্ষিণ থানা আমির আখতারুল আলম সোহেল।