চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চা-বাগান থেকে গাছের সঙ্গে গলা ও হাত বাঁধা অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই কিশোর ব্যাটারিচালিত অটোরিকশা চালক। তাকে শ্বাসরোধে খুন করে অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভুজপুর থানার সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল গ্রামে উদালিয়া চা বাগানের বদির টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত মো. সোহেল মিয়ার (১৭) বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলায়। তবে সোহেল চট্টগ্রামে বসবাস করতেন।
ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুল হক সারাবাংলাকে বলেন, ‘দুপুরের দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আমাদের টিম উদালিয়া চা-বাগানে যায়। সেখানে চা-বাগানের ভেতর বদির টিলা এলাকায় আকাশী গাছের সঙ্গে কাপড় দিয়ে হাত এবং গামছা ও কাপড়ের বেল্ট দিয়ে গলা বাঁধা অবস্থায় সোহেলের মরদেহ পাওয়া যায়। তার গলায় শ্বাসরোধের চিহ্ন স্পষ্টভাবে আছে। তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে আমাদের ধারণা। তবে ময়নাতদন্তে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।’
‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, সোহেল একমাস আগে হাটহাজারীর ফরহাদাবাদ এলাকায় এসে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। ফটিকছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। সোমবার সকালে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। রাতে রিকশা গ্যারেজে জমা দেওয়ার কথা ছিল। রাতে তাকে না পেয়ে খোঁজাখুঁজি করেন পরিচিতরা। দুপুরের দিকে তার মরদেহ পাওয়া যায়। তবে অটোরিকশাটি পাওয়া যায়নি। এ কারণে আমাদের ধারণা, অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য তাকে দুর্বৃত্তরা খুন করেছে।’
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।