Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়েতের শীর্ষ নেতাদের কবর জিয়ারত শেষে নির্বাচনি গণসংযোগে এটিএম আজহারুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৩

বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। ছবি: সারাবাংলা

ফরিদপুর: বাংলাদেশের উপর ভিন্ন দেশের আধিপত্যবাদের বিরোধিতা করার কারনেই জামায়াতের শীর্ষ নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগনের ভালবাসা ও ভোটে সরকার গঠন করতে পারলে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত স্বাধীন স্বনির্ভর একটি দেশ, যেখানে সমান অধিকার নিশ্চিত থাকবে সকল নাগরিকের।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ফরিদপুরের সদরপুরে আব্দুল কাদের মোল্লার বাড়ির আঙ্গিনায় এক গণসমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এসব কথা বলেন।

এর আগে তিনি জামায়াতের কেন্দ্রীয় কমিটির সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে তার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।

বিজ্ঞাপন

জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও অঞ্চল সহকারী মুহাম্মদ দেলোয়ার হোসাইন, শহীদ আব্দুল কাদের মোল্যার ছেলে হাসান জামিল, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এর ছেলে আলী আহম্মেদ তাহকীক প্রমুখ।

এসময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. সরোয়ার হোসাইনকে পরিচয় করিয়ে দিয়ে আগামী নির্বাচনে তার পক্ষে ভোট প্রার্থনা করেন এটিএম আজহারুল ইসলাম।

এদিকে দুপুরে শহরের পশ্চিম খাবাসপুরে জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের কবর জিয়ারত করেন। পরে বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে গণসমাবেশে উপস্থিত থেকে প্রধান অতিথির ভাষন দেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর