Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
অ্যাটলেটিকোকে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান দৃঢ় করল বার্সা

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ০৯:২০ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৫ ১২:০০

অ্যাটলেটিকোকে গুঁড়িয়ে দিয়েছে বার্সা

লা লিগার অন্যতম হাই ভোল্টেজ সূচি ছিল এই ম্যাচটি। মৌসুম শেষে শিরোপা লড়াইয়ে এই ম্যাচের ফলাফল রাখবে বড় ভূমিকা। সেই ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করল পুরো বার্সেলোনা দল। পিছিয়ে পড়েও শিরোপার অন্যতম দাবিদার অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল হ্যান্সি ফ্লিকের দল।

ক্যাম্প ন্যুতে ম্যাচের ১৯ মিনিটে লিড পেয়েছিল সফরকারীরাই। অ্যালেক্স বায়েনার গোলে ১-০ তে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সেলোনা অবশ্য ম্যাচে ফিরেছে দ্রুতই। ২৬ মিনিটে পেদ্রির অ্যাসিস্টে গোল করে বার্সাকে স্বস্তি এনে দেন রাফিনহা।

৩৬ মিনিটে এগিয়ে যেতে পারত বার্সা। পেনাল্টি থেকে অবশ্য দলকে লিড এনে দিতে পারেননি রবার্ট লেভানডস্কি। ১-১ এর সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিজ্ঞাপন

৬৫ মিনিটে দলকে লিড এনে দেন দানি অলমো। লেভানডস্কির পাসে বল পেয়ে গোল করতে ভুল করেননি অলমো। ম্যাচের ৯৭ মিনিটে অ্যাটলেটিকোর কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফেরান তোরেস।

৩-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলের তারা। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর