বিশ্ববাজারে টানা দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে কমেছে। বুধবার (৩ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি (১৫৯ লিটার) ৮৫ মার্কিন ডলারের কিছু বেশি ছিল। অক্টোবরের মধ্যে দাম নেমে আসে ৬৪ ডলারের কাছাকাছি, যা মার্চের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর তেলের দামে বড় পরিবর্তন আসে। ২০২২ সালে তেলের গড় দাম ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়ে যায় এবং সর্বোচ্চ ১৩৯ ডলারে পৌঁছায়। এর প্রভাবে বিশ্বজুড়ে জিনিসপত্রের দামও বাড়তে থাকে।
২০২৪ সালে গড় দাম ৭০ ডলার থেকে কমে বর্তমানে ৬২–৬৪ ডলারে দাঁড়িয়েছে। ব্যবসায়ীরা আশা করেছিলেন রাশিয়া-মার্কিন বৈঠক থেকে শান্তি চুক্তির কোনো সংকেত আসলে তেলের বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে বৈঠকের পর দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছায়নি।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গত কয়েক বছরে উত্থান-পতন ঘটেছে। করোনা মহামারির সময় ২০২০ সালে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম গড়ে ৪২ ডলার ছিল।