Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৮

পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

বেনাপোল (যশোর): জেলার শার্শায় সারাদেশের ন্যায় পরিবার পরিকল্পনা অধিদফতরের কর্মীরা নিয়োগবিধি ২০২৪ বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে।

বুধবার (৩ ডিসেম্বর) শার্শা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে তারা এ কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে বক্তারা বলেন, ‘জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন ও নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। আমরা প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিচ্ছি। অথচ আমাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদোন্নতি হচ্ছে না।’

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ‘আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত, কিন্তু নিয়োগবিধি নেই। এ জন্য আমরা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ইতোপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট চাকরির শুরু থেকে এ পর্যন্ত লিখিত আবেদন, মানববন্ধন, সংবাদ সম্মেলন, শান্তিপূর্ণ অবস্থানসহ নানান কর্মসূচি পালন করে আসছি। এতকিছুর পরেও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। আমাদের একটাই দাবি নিয়োগবিধি অতিদ্রুত বাস্তবায়ন চাই।’

বিজ্ঞাপন

পাবনায় কিশোরের মরদেহ উদ্ধার
২৪ জানুয়ারি ২০২৬ ১৩:১৯

আরো

সম্পর্কিত খবর