Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইডি’র টানা জিজ্ঞাসাবাদের মুখে অভিনেত্রী নেহা শর্মা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫ ১৯:০২

বলিউড অভিনেত্রী নেহা শর্মা। ছবি: সংগৃহীত

অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক তছরুপের অভিযোগ নিয়ে ভারতজুড়ে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই অভিযোগের জেরে সমন পাঠানো হয়েছিল কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে অভিনেত্রী নেহা শর্মাকে। সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, মঙ্গলবার ইডি অফিসে হাজিরা দিয়েছেন অভিনেত্রী। নেহার বয়ান রেকর্ড করা হয়েছে। যদিও এই বিষয়ে অভিনেত্রীর তরফে এখনো কিছু জানানো হয়নি।

নেহা প্রথম নন, এর আগে বলিউডের একাধিক তারকাকে সমন পাঠানো হয়েছিল অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপন করার সূত্রে। সমন পাঠানো হয়েছিল বলিউড থেকে টলিউডের অভিনেতা-অভিনেত্রী, প্রাক্তন খেলোয়াড় থেকে ইনফ্লুয়েন্সার-একের পর এক সেলিব্রেটি এবং পরিচিত মুখকে।

বিজ্ঞাপন

ঠিক কোন কোন বেটিং অ্যাপের জন্য ইডির সমন পাচ্ছেন তারকারা? কয়টির নাম এখনো প্রকাশ্যে আসেনি। তবে এ পর্যন্ত দুটো অ্যাপের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে। একটি রামি, অন্যটি ওয়ানএক্স বেট। উল্লিখিত প্রথম অ্যাপটির জন্য বিপাকে পড়েছেন দক্ষিণ ভারতের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী ও কুশীলব। দ্বিতীয়টির জন্য ইডির ডাক পেয়েছেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং, শিখর ধাওয়ান, রবিন উথাপ্পা, সুরেশ রায়না থেকে টলিউডের দুই তারকা মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরা।

‘ওয়ানএক্স বেট’ নামক অনলাইন বেটিং অ্যাপটিকে আরও কয়েকটি অ্যাপের সঙ্গে অবৈধ বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ওই অ্যাপের প্রচারমূলক কাজে যুক্ত ছিলেন দেশের বিভিন্ন ক্ষেত্রের প্রথম সারির তারকারা। যার ফলে তৈরি হয়েছে বিতর্ক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর