Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৫

খায়রুন নেছার মরদেহ।

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় খায়রুন নেছা (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার একটি ডোবা থেকে স্থানীয়রা হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে ভেড়ামারা থানায় খবর দেন।

নিহত খায়রুন নেছা রামচন্দ্রপুর এলাকার মৃত আব্দুল জব্বারের স্ত্রী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (৩ ডিসেম্বর) রাত থেকে খায়রুন নেছাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আজ সকালে বাড়ি থেকে প্রায় দুইশ’ গজ দূরের একটি ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহ উদ্ধারের সময় তার হাত-পা ও মুখ বাঁধা ছিল এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম বলেন, ‘এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তদন্ত চলছে। তদন্ত শেষে হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

কুষ্টিয়ায় বাসচাপায় বৃদ্ধা নিহত
৩০ জানুয়ারি ২০২৬ ০০:২৬

আরো

সম্পর্কিত খবর