ঢাকা: ভোজ্যতেলের দাম বাড়ানোর কারণ জানতে চেয়ে দেশে ভোজ্যতেল ব্যবসায়ী তথা রিফাইনারিদের নোটিশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটস্থ ‘জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার’ (জেডিপিসি)-এ ‘জাতীয় বস্ত্র দিবস’ উপলক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন এ কথা জানান।
ভোজ্যতেলের দাম বাড়ানো প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবসায়ীরা নিজেদের সিদ্ধান্তে তেলের দাম বাড়িয়েছেন। সরকার তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তাদের আলোচনার জন্যে ডাকা হয়েছে।
এর আগে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে বুধবার (০৩ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো আইনগত ভিত্তি নেই।
একইদিন বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে ক্যাব সভাপতি ও সাবেক সচিব এএইচএম সফিকুজ্জামান ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়টিকে ‘আইনের ব্যত্যয়’ হিসেবে আখ্যায়িত করেন।
প্রসঙ্গত: অতি সম্প্রতি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাণিজ্য মন্ত্রণালয়কে না-জানিয়ে ভোক্তা পর্যায়ে লিটার প্রতি সয়াবিন তেল ৯ টাকা বাড়িয়েছেন দেশে ভোজ্যতেল ব্যবসায়ী তথা রিফাইনারিরা।