Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৯:২৪ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৫ ১৯:২৭

মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান।

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে বহু প্রতীক্ষিত উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের আরও ১০টি জেলার মোট ১১টি প্রকল্পের সঙ্গে একযোগে এই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি বলেন, ‘তরুণ প্রজন্মকে সুস্থ ধারার ক্রীড়ায় যুক্ত করতে সরকার দেশব্যাপী আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলছে। ইন্দুরকানী মিনি স্টেডিয়াম স্থানীয় ক্রীড়া অঙ্গনকে আরও প্রাণবন্ত করবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহাবুব-উল আলম। স্থানীয় অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের উপসহকারী প্রকৌশলী মো. ফজলুল আজীম চৌধুরী, জেলা ক্রীড়া কর্মকর্তা কৌশিক মন্ডলসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।

স্টেডিয়ামের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গত ১৮ নভেম্বর প্রকল্পের কাজের Notice of Award (NOA) দেওয়া হয়। খুব শিগগিরই নির্মাণকাজের টেন্ডার আহ্বান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় ক্রীড়া সংগঠকরা জানান, মিনি স্টেডিয়ামটি নির্মিত হলে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকসসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে গতি আসবে এবং যুবসমাজকে সুস্থ বিনোদনের মাধ্যমে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে সহায়ক হবে।