কুষ্টিয়া: জেলার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে রফি মন্ডল (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় তিনি চায়ের দোকানে বসে ছিলেন।
নিহত রফি মন্ডল পঁচাভিটা গ্রামের মোতালেব মন্ডলের ছেলে। আর গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন- ইউসুফ আলী (৫৫) ও রবজেল ফরাজি (৫২)। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে গ্রামের একটি চায়ের দোকানে বসে ছিলেন রফি মন্ডল। এ সময় দুই মোটরসাইকেলে মুখোশধারী চারজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই মারা যান রফি মন্ডল। আর একই সময় গুলিতে আহত হন ইউসুফ ও রবজেল।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, ‘মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা এ হামলা চালায়। কারা এবং কেন এই হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত চলছে।’ বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।