Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১৭:০৫

শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সারাবাংলা

রংপুর: কোটা সংস্কার আন্দোলনে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে এই জিয়ারত অনুষ্ঠিত হয়। জিয়ারতের পর আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তৌহিদ হোসেন।

তিনি আবু সাঈদের ত্যাগ, সাহস এবং আন্দোলনে অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে তাদের সার্বিক অবস্থা, প্রয়োজন ও সহায়তার বিষয়ে খোঁজ-খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রণবীরের ৫০ কোটি!
৬ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৯

আরো

সম্পর্কিত খবর