Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১০:৩৯ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১১:২৭

ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের বিভিন্ন স্থানে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। রাজধানী ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও উত্তরের জেলা তেঁতুলিয়ায় জেঁকে বসেছে তীব্র শীত।

রোববার (৭ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৭১ শতাংশ। শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায় রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন শনিবারও একই তাপমাত্রা ছিল, যা এ মৌসুমের সর্বনিম্ন হিসেবেই বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সারাদিন বইছে হিমেল বাতাস। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। শিশু ও বৃদ্ধদের ভোগান্তি তুলনামূলক বেশি। স্থানীয় হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে বিশেষত ঠান্ডাজনিত জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীরা বেশি।

তেঁতুলিয়ার পাঁচটি উপজেলার ৪৩টি ইউনিয়নে এখন পর্যন্ত ৮ হাজার ৬৪০টি কম্বল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। তিনি জানান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রধান অগ্রাধিকার। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে ৩০ লাখ টাকার শীতবস্ত্র বরাদ্দ পাওয়া গেছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তরাঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে এবং সামনে হালকা বা মাঝারি শৈত্যপ্রবাহ বইতে পারে।

এদিকে আজ ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৯ মিনিটে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর