Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে নিজ বাড়ি থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৮:১৪

প্রতীকী ছবি।

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীয় নিজ বাড়ি থেকে জান্নাতুল ফেরদৌস রিয়া (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, একই দিন সকালে উপজেলার বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বজরা গ্রামের জহির উদ্দিনের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌস রিয়া একই বাড়ির মো.জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়া ২০২৩ সালে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। এরপর তিনি আর পড়াশুনা করেনি। বাড়িতে থেকে সেলাইয়ের কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার (৬ ডিসেম্বর) রাতে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে তার মা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ পাননি। পরে সকাল ১০টার দিকে তার ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখে তার ঝুলন্ত মরদেহ। তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কবির হোসেন বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবার তরুণীর আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেননি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর