ঢাকা: ৫ বছর মেয়াদি বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ড বিক্রয় (রি-ইস্যুর) নিলাম আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ নিলামে ৩০০০,০০ কোটি টাকার অভিহিত মূল্যের ( ফেস ভ্যালু ) ০৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড (ইস্যু তারিখ-৩০ নভেম্বর ২০২৫। মেয়াদোত্তীর্ণের তারিখ-৩০ নভেম্বর ২০৩০: কুপন হার ১০.৭৯%, ISIN BD0930211059) রি-ইস্যু করা হবে।
ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম প্রাইজ-ভিত্তিক হবে। নিলামে কেবল সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ বিড দাখিল করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও (নিজস্ব খাতে বা তাদের ব্যক্তি/ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের জন্য) প্রাইমারি ডিলারের মাধ্যমে অকশনে বিড দাখিল করতে পারবেন।
অভিহিত মূল্যে ( ফেস ভ্যালু ) প্রতি ১০০.০০ টাকা মূল্যের বন্ড ক্রয়ের জন্য কাঙ্ক্ষিত প্রাইজ ও বন্ড ক্রয়ের পরিমাণ উল্লেখ করে নিলামের তারিখ (৯ ডিসেম্বর ২০২৫) সকাল ১০:০০ ঘটিকা হতে দুপুর ১২:৩০ ঘটিকার মধ্যে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএমআই এর মাধ্যমে বিড দাখিল করতে হবে।
তবে বিশেষ কোন পরিস্থিতিতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগের পূর্বানুমতি সাপেক্ষে পূর্বে অনুসৃত ম্যানুয়াল (বিডস ইন শেয়ালেদ কোভারস) পদ্ধতিতে বিড দাখিল করা যেতে পারে। নিলামে অংশগ্রহণের বিশদ পদ্ধতিগত নির্দেশনা ইতোমধ্যে প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পত্রযোগে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সরকারি সিকিউরিটিজ বাজারকে সক্রিয় রাখা ও অর্থনীতির স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত এ নিলাম পরিচালনা করা হচ্ছে।