ঢাকা: ২০০১–২০০৬ সালের বিএনপি জোট সরকারের প্রশাসনিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতে যেমন বিএনপি দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা উন্নয়নে সফলতা দেখিয়েছে, ভবিষ্যতেও কেবল বিএনপিই তা করতে সক্ষম। তিনি বলেন, বিএনপি সরকার বিভিন্ন বাহিনী গঠন করে দেশে আইনশৃঙ্খলার অগ্রগতি ঘটিয়েছিল, যা পরে স্বৈরাচারী সরকার রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করেছে।
রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ‘৭ দিনব্যাপী কর্মসূচি : বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানের সমাপনী আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তারেক রহমান বলেন, স্বাধীনতা-পরবর্তী সময় থেকে শুরু করে ৯০–এর স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা বিভিন্ন জাতীয় সংকটের সময়ে যখনই বিএনপিকে দায়িত্ব দেওয়া হয়েছে, দলটি দেশকে সঠিক পথে পরিচালিত করেছে। তিনি উল্লেখ করেন, ‘এই মুহূর্তে আমরা আগামী দুই মাসের মধ্যে একটি নির্বাচন প্রত্যাশা করছি। গত ১৬ বছরে যে স্বৈরাচার দেশের প্রতিটি ক্ষেত্রে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তার প্রভাব আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুভব করি।’
তিনি বলেন, জনগণই রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস। তাই বিএনপি জনগণের সামনে দাঁড়াতে কখনো ভয় পায় না। তিনি মনে করিয়ে দেন, কঠোর দমন-পীড়নের মধ্যেও কয়েক বছর আগে বিএনপি যে ৩১ দফা ‘সংস্কার প্রস্তাব’ জনগণের সামনে তুলে ধরেছিল, তা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ভিত্তিকে শক্তিশালী করার লক্ষ্যেই।
সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমান বলেন, গত এক বছরেরও বেশি সময় ধরে বিএনপি বলে আসছে যে, সামনে কঠিন সময় আসছে। বিভিন্ন স্থানে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তিনি দাবি করেন, এই ষড়যন্ত্র প্রতিহত করতে পারে কেবল জনগণ এবং জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি।’ ‘এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায়—গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র,’ বলেন তিনি।
১৯৭১ সালের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘কেউ কেউ এখন বলে অমুককে দেখ, তমুককে দেখ, কিন্তু জনগণ তাদের ১৯৭১ সালেই দেখেছে। তারা কীভাবে লাখো মানুষকে হত্যা করেছে, মা-বোনদের সম্মান লুট করেছে—সবই মানুষ জানে।’
তিনি বলেন, জনগণের জন্য বিএনপি যা করতে পারবে, তা পরিষ্কারভাবে প্রতিশ্রুতি দেবে। যা দলের নিয়ন্ত্রণের বাইরে, তা কেউ প্রতিশ্রুতি দিতে পারে না। তিনি আরও মন্তব্য করেন, ‘মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি-পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ তাআলা। কিন্তু কিছু কিছু মানুষ বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করছে।’