Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবগঞ্জ সীমান্তে চোরাই মোবাইলসহ চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ২৩:২০

আটক মো. সাগর ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন মডেলের ছয়টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোনসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) চৌকা বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

সীমান্ত পিলার ১৭৭/২-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের ভেতরে বাখের আলী এলাকা (বিনোদপুর ইউনিয়ন) থেকে মো. সাগর ইসলাম (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার কালুপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

অভিযান দলের সদস্যরা জানান, আটক সাগর ইসলামের কাছে ভারতীয় বিভিন্ন মডেলের মোট ছয়টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন পাওয়া যায়। আটক ব্যক্তি ও উদ্ধার মোবাইল ফোনগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর