ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) ‘কুপিয়ে হত্যা’র অভিযোগ উঠেছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, শাহজাহান রোডের ওই বাসার ৭ তলায় মালাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে ‘কুপিয়ে হত্যা’র অভিযোগ উঠেছে। তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গৃহকর্মী তাদেরকে হত্যা করে পালিয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ ও তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। তারা বিস্তারিত তদন্ত করছেন। এই ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে।
আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতরা ভবনের ৭ তলায় বসবাস করতেন। নিহত মালাইলা আফরোজের স্বামী আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশে বের হন। দুপুর ১২টার দিকে এসে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
নিহতদের এক আত্মীয় বলেন, ‘বাড়ির গৃহকর্মীই তাদের ছুরিকাঘাত করেছে বলে আমাদের ধারণা। সকালে ফ্ল্যাটে গিয়ে দেখি ঘরের মধ্যে তাদের মরদেহ পড়ে আছে। তাদের মরদেহ এখন সোহরাওয়ারর্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’