Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৮৭ শেয়ারের দরবৃদ্ধির দিনে বেড়েছে সূচক-লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৫

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষে হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। দিনটিতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৭ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সকালে ইতিবাচক শুরুর পর সপ্তাহের ২য় দিবসে সোমবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৩ দশমিক ৬৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯০৬ পয়েন্টে।

এ ছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১০২৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১৮৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

আজ ডিএসইতে ৩৬৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৬৭ কোটি ৬৪ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৮৭টি কোম্পানির, বিপরীতে ৫৩ কোম্পানির দর কমেছে। আর ৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর