Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প, ১০ ফুট উচ্চতার সুনামির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৫ ২১:০৩

তিন মিটার (১০ ফুট) উচ্চতার সুনামির আশঙ্কা করা হচ্ছে।

জাপানে আনুমানিক ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর দেশটির উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি আঘাতের আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৮ ডিসেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে উপকূলে আনুমানিক ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। দেশটির উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

ভূমিকম্পটি জাপানের উত্তর ও পূর্বাঞ্চলের একটি বড় অংশকে কাঁপিয়ে দেয়। এরপর হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে প্রশাসনিক অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞাপন

সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পটির উৎসস্থল ছিল আওমোরি প্রশাসনিক অঞ্চল থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে উপকূলে, যা মাটির ৫০ কিলোমিটার (৩০ মাইল) গভীরে অবস্থিত।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর