Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবি’র উদ্যোগে সীমান্তে মাকে শেষ দেখা দেখল ভারতে থাকা মেয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৬ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৮

শিবগঞ্জ সীমান্তে মরদেহ দেখার সুযোগ করে দিয়েছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ সীমান্তে ফের মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে বডার গার্ড বাংলাদেশ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বিজিবি একজন বাংলাদেশি নারীর মরদেহ দেখার সুযোগ করে দিয়েছে ভারতে থাকা তার মেয়েসহ স্বজনদের।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এর আগে, সোমবার (৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান ৭৫ বছর বয়সী বাংলাদেশি নাগরিক তারা বানু। তিনি শিবগঞ্জের জমিনপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, তারা বানুর মৃত্যুর খবর পেয়ে ভারতে বসবাসকারী তার মেয়ে মালেকা বেগমসহ অন্যান্য আত্মীয়রা মরদেহ দেখার আবেদন করেন বিএসএফ’র মাধ্যমে। আবেদনটি পাওয়ার পর তাৎক্ষণিক উদ্যোগ নেয় বিজিবি। পরে মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিট থেকে ৮টা ৩৫ মিনিট পর্যন্ত শিবগঞ্জ সীমান্তের কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস-এর কাছের শূন্য লাইনে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে মরদেহ দেখার ব্যবস্থা করা হয়। শেষবারের মতো মাকে দেখতে পেয়ে মেয়ে ও ভারতীয় স্বজনরা আবেগাপ্লুত হয়ে বিজিবি ও বিএসএফের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘বিজিবি অত্যন্ত মানবিক একটি বাহিনী। মানবিক সেবা ও মানুষের পাশে দাঁড়ানো আমাদের মৌলিক দায়িত্বের অংশ, যা আমরা আন্তরিকভাবে পালন করি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর