বগুড়া: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যে বগুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের সাতমাথায় দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় ও জেলা প্রশাসন মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মাহফুজ ইকবালের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, সিভিল সার্জন মো. খুরশীদ আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রশীদ, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ প্রমুখ।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও টিআইবি-এর সহযোগিতায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন অংশ নেন।
আলোচনা সভায় বক্তরা বলেন, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা দুর্নীতি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
তারা আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে পরিবার থেকে প্রতিরোধ শুরু করা উচিত। দুর্নীতি প্রতিরোধের জন্য সবাইকে স্বোচ্চার হতে হবে। সামাজিকভাবে দুর্নীতিবাজদের ঘৃণা করতে হবে।