Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমান হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ারে

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ২০:৪৫

শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে।

ঢাকা: গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে। তার অপারেশন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে অপারেশন সম্পন্ন হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসকরা।

জানা যায়, কিছুক্ষণের মধ্যেই তাকে আইসিইউ এম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

ওসমান হাদীর ভাই ওমর জানান, উন্নত চিকিৎসার জন্য হাদীকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

এর আগে, দুপুর ২টা ২৫ মিনিটে গুলিবিদ্ধ হন হাদি। তার সঙ্গে থাকা সহযোগীরা জানান, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা লক্ষ্য করে গুলি চালায়। গুলি ছুড়ে দ্রুতই পালিয়ে যায় হামলাকারীরা। আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর