ঢাকা: রাজধানীর যাত্রবাড়ী কাজলা এলাকায় বাস ধাক্কায় আনোয়ারা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কাজলা ধনিয়া কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. স্বপন আহমেদ জনান, ওই নারী কাজলা ধনিয়া কলেজের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কুমিল্লা গৌড়িপুরের একটি এসি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান তিনি। ঘটনার পরপরই স্থানীয় লোতজন বাস ও চালককে ধরে ফেলে।
নিহতের ছেলে জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আলীসারদি গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ি ধনিয়া রসুলপুর এলাকায় থাকে তারা। তার মা সকালে শনিরআখড়া বোনের বাসায় বেড়াতে গিয়েছিল। সেখান থেকে বাসায় ফিরছিল। মুঠো ফোনে দুর্ঘটনার সংবাদ পাই। পরে ঢাকা মেডিকেলে এসে মাকে মৃত অবস্থায় দেখতে পাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানায় অবগত করা হয়েছে।