Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে মঞ্জু হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৮

আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী: বেগমগঞ্জে একাধিক মামলার আসামি, ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি (৩৭) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এলাকাবাসী ও স্বজনেরা এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা এ হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে বোনের বাড়ি থেকে অসুস্থ ভাগনিকে দেখে বাড়ি ফিরছিলেন মঞ্জু। ওই সময় উপজেলার হাজীপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজায় পূর্ব শক্রতার জেরে মঞ্জুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর সাত দিন পার হয়ে গেলেও পুলিশ জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে পারেনি। আসামিদের গ্রেফতার করা না হলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের বাবা বদিউজ্জামান, বোন রেহানা আক্তার রুম্পা ও স্থানীয় বাসিন্দা মো.হাসান, মো.আনোয়ার, মোসাম্মৎ বিউটি, মোসাম্মৎ নিলুফার ইয়াসমিন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে, জড়িতদের গ্রেফতার করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর