Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে স্বাধীনতাকে থামিয়ে দিতে চেয়েছিল হানাদাররা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ০০:২৫

কুমিল্লা: বাংলাদেশের স্বাধীনতার অগ্রযাত্রাকে থামিয়ে দিতে এবং জাতিকে মেধাশূন্য করে পঙ্গু করার লক্ষ্যেই ১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে বিএনপির দলীয় কার্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাজী ইয়াছিন বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, তিনি অস্ত্র হাতে নিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তার আহ্বানে সাড়া দিয়ে গোটা বাঙালি জাতি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে পাকিস্তানি বাহিনী বুঝে যায়—এই দেশের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা দমন করা আর সম্ভব নয়। তখনই তারা সুপরিকল্পিতভাবে এ দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করার নীলনকশা বাস্তবায়ন করে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, একটি জাতির অগ্রযাত্রা রুদ্ধ করার সবচেয়ে ভয়ংকর কৌশল হলো তার মেধাকে ধ্বংস করা। রাষ্ট্র পরিচালনা, সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার জন্য প্রয়োজন সৎ ও যোগ্য নেতৃত্ব। সেই উপলব্ধি থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক ও চিন্তাবিদদের একে একে হত্যা করা হয়। এত বড় ক্ষতির পরও বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে—এটাই এই জাতির অদম্য শক্তির প্রমাণ।

গত ১৭ বছরের রাজনৈতিক বাস্তবতার সমালোচনা করে হাজী ইয়াছিন বলেন, এই সময়জুড়ে জাতির ওপর চালানো হয়েছে নির্যাতন, লুটপাট, মিথ্যা মামলা, দমন-পীড়ন ও দুর্নীতির রাজনীতি। অর্থনীতিকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে এবং মানুষের কণ্ঠরোধ করা হয়েছে। এই সময়টুকু যদি দেশ গঠনে কাজে লাগানো হতো, তাহলে বাংলাদেশ আজ আরও অনেক দূর এগিয়ে যেত।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মানুষের দীর্ঘদিনের দুঃখ, বেদনা ও বঞ্চনা ঘুচিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আজ আমাদের প্রধান দায়িত্ব। দেশবাসী আজ একটি মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে কথায় নয়-কর্মের মাধ্যমেই প্রমাণ দিতে হবে।

নতুন প্রজন্মের প্রত্যাশা তুলে ধরে তিনি বলেন, তরুণ সমাজ তোষামোদ ও প্রতারণার রাজনীতিতে বিশ্বাসী নয়। তারা চায় সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব। তাদের কাছে রাজনীতি মানে ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের সেবা ও কল্যাণ।

সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

আলোচনা সভায় মহানগর ও জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর