Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইজিপি বাহারুল আলমের অপসারণ চেয়ে রিট খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৫ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৯

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: বিডিআর হত্যাকাণ্ডে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসার প্রেক্ষিতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের অপসারণ চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।

সোমবার (১৫ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় আবেদনটি খারিজ করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক উপস্থিত ছিলেন।

এর আগে বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম থাকার অভিযোগে আইজিপি বাহারুল আলমকে অপসারণের আবেদন করে রিট দায়ের করেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।

বিজ্ঞাপন

এ ছাড়া গত ৬ ডিসেম্বর একই অভিযোগে বাহারুল আলমকে বরখাস্তের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠান তিনি। রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো ওই চিঠিতে ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডকে জাতীয় জীবনের এক করুণতম অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়, যেখানে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ অসংখ্য সদস্য নিহত হন।

চিঠিতে বলা হয়, তদন্ত প্রতিবেদনে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ পদে থাকা একজন কর্মকর্তার নাম উঠে আসা অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর বিষয়। এ অবস্থায় দায়িত্বে বহাল থাকা বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জনআস্থার জন্য বাধা সৃষ্টি করতে পারে।

এতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। অথচ তদন্ত রিপোর্টে নাম আসার পরও সংশ্লিষ্ট কর্মকর্তার পদে বহাল থাকা রাষ্ট্র ও বিচার ব্যবস্থার ওপর জনমনে সন্দেহ তৈরি করছে।

চিঠিতে তিনটি দাবি জানানো হয়—

  • বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে নাম আসায় আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে পদ থেকে অব্যাহতি বা বরখাস্ত করা।
  • ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তার ভূমিকা নির্ধারণ।
  • জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

সারাবাংলা/টিএম/এইচআই
বিজ্ঞাপন

বগুড়ায় ট্রাকচাপায় মা-ছেলে নিহত
১৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর