ঢাবি: সাবেক সেনা অফিসার ও জুলাই যোদ্ধাদের ‘চরমপন্থি গোষ্ঠী’ বলে সম্বোধনকে ভারতের ‘দেউলিয়াত্বের প্রমাণ’ বলে অভিহিত করেছে বলে মন্তব্য করেছে জুলাই ঐক্য। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই মন্তব্য জবাবদিহিতার আওতায় না আনলে আগামী মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্চ এবং স্মারকলিপি দেবে জুলাই ঐক্য।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার সময় এই ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা বিষয়ক সম্পাদক যুবাইর বিন নেছারী (এবি জুবায়ের)।
তাদের বিবৃতি অনুযায়ী, ‘জুলাই ঐক্যের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে ‘চরমপন্থি গোষ্ঠী’র আন্দোলন বলে উল্লেখ করা হয়েছে। যা ভারতের দেউলিয়াত্বের প্রমাণ। জুলাইয়ের স্পিরিটকে ধারণ করা একশরও অধিক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈকি মোর্চা জুলাই ঐক্য মনে করে, এটি সরাসরি পররাষ্ট্রনীতির সীমা লঙ্ঘন এবং গণতান্ত্রিক ও মানবাধিকারে আঘাত।’
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশে ‘ক্রমাবনতিশীল নিরাপত্তা’ পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে। এ সময় তার মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করা হয় কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ডের দিকে, যারা ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ঘিরে ‘নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টির’ পরিকল্পনার কথা ঘোষণা করেছে।
বুধবার মার্চ টু ইন্ডিয়ান দূতাবাস কর্মসূচির অংশ হিসেবে মধ্যবাড্ডার সড়কে অবস্থান নেওয়া চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা ‘জুলাই ঐক্যে’র নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করে।
বিকাল পৌনে ৫টার দিকে আন্দোলনকারীরা সরে গেলে মধ্যবাড্ডা সড়কে প্রায় এক ঘণ্টা ধরে বন্ধ থাকা যান চলাচল আবার শুরু হয়। এর আগে কর্মসূচির কারণে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
‘আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভারতকে ‘চরমপন্থি গোষ্ঠী’ এই মন্তব্যের জন্য জবাবদিহিতার আওতায় না আনলে আগামী ২৩ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্চ এবং স্মারকলিপি দেবে জুলাই ঐক্য,’ ঘোষণা দেন এবি জুবায়ের।
জুবায়ের আরও ঘোষণা দেন, ‘সাবেক দেশপ্রেমিক সেনা অফিসার এবং জুলাই যোদ্ধাসহ দেশের নাগরিকদের ভারত সরকার ‘চরমপন্থি গোষ্টী’ বলে যে মন্তব্য করেছে, তার প্রতিবাদে আগামী শুক্রবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম, বরিশাল ও সিলেট-এই তিন বিভাগে প্রতিবাদ মিছিল করবে জুলাই ঐক্য।’