Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, ঝুলিতে ১১ পদক

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ২১:৩১ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ২৩:১১

‎ঢাকা: ‎২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও)-এ ১টি গোল্ড মেডেল সহ মোট ১১টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। এর মধ্যে ১ টি গোল্ড মেডেল, ৬টি ব্রোঞ্জ মেডেল ও ৪টি টেকনিক্যাল মেডেল।

‎রোবটিক্সের আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের ১০ সদস্যের দল অংশ নেয়। ৪ দিনব্যাপী (১৭-২০ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরের মান্ত্রা সাউথপোর্ট শার্ক কনভেনশন সেন্টারে ২৭তম আইআরও অনুষ্ঠিত হয়।

‎রোববার (২১ ডিসেম্বর) ২৭তম আইআরও- এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়। বাংলাদেশ দলের পক্ষে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে স্বর্ণপদক অর্জন করেছে আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল টিটু।

বিজ্ঞাপন

‎বাংলাদেশের পক্ষে ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরির সিনিয়র গ্রুপে ওয়াইডব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নুসাইবা তাজরিন তানিশা; ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র লো গ্রুপে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের জুবাইদাহ জাফরিন; ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র হাই গ্রুপে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের রিদোয়ান রাব্বানী; ফিজিক্যাল কম্পিউটিং সিনিয়র গ্রুপে ওয়াইডব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নুসাইবা তাজরিন তানিশা; ক্রিয়েটিভ ক্যাটাগরি সিনিয়র গ্রুপে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের খোন্দকার মুশফিকুল ইসলাম ও স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থী প্রিয়ন্তী দাস।

‎‎২৭তম আইআরও’তে ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে স্বর্ণপদক অর্জন করেছে আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল টিটু টেকনিক্যাল মেডেল অর্জন করেন ফিজিক্যাল কম্পিউটিং সিনিয়র গ্রুপে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মোহাম্মদ জারিফ বিন সালেক ও মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের নাফিয়া বাসার সুহানী; ক্রিয়েটিভ ক্যাটাগরি সিনিয়র গ্রুপে উইলিয়াম কেরি অ্যাকাডেমির জাইমা যাহিন ওয়ারা এবং ক্রিয়েটিভ মুভি সিনিয়র গ্রুপে স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থী প্রিয়ন্তী দাস।

‎আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতা করেছে আইসিটি বিভাগ এবং আইসিটি অধিদফতর।

‎বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ‘আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫’-এর জাতীয় পর্বের ক্রিয়েটিভ মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির বিজয়ীদের নিয়ে আন্তর্জাতিক দল নির্বাচনি ক্যাম্প আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্যতা পারফরম্যান্সের বিভিন্ন মানদণ্ডে বিশ্লেষণ করে আইআরও ২০২৫-এর জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হয়। ২০১৮ সাল থেকে বাংলাদেশে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিগত ৮ বছরে বাংলাদেশ দল আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১৫টি গোল্ড মেডেল সহ মোট ৯৪টি পদক অর্জন করেছে।

‎‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

রাজবাড়ীতে বাসচাপায় শিশু নিহত
২১ ডিসেম্বর ২০২৫ ২২:৩৩

আরো

সম্পর্কিত খবর