Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ছাত্রশক্তি’র সাতক্ষীরা জেলা কমিটির নেতৃত্বে রুমন–বখতিয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৯:১৩ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ২০:২৫

হাসিবুল হাসান রুমন ও বখতিয়ার হোসেন। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির সাতক্ষীরা জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত এ কমিটিতে হাসিবুল হাসান রুমন সভাপতি এবং বখতিয়ার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কমিটিটি আগামী ১ বছরের জন্য কার্যকর থাকবে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার রাতে সংগঠনটির কেন্দ্রীয় ভেরিফায়েড ফেসবুক পেইজে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

অনুমোদিত কমিটিতে নাজিফা নিশাত নুহা সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। এছাড়া আল-আমিন ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুজাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

অনুমোদনপত্রে আগামী সাত (৭) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করার জন্য সাতক্ষীরা জেলা শাখাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, সাতক্ষীরায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা রাখা এবং শিক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর