Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের রুট পারমিট বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ০৮:৪০

এমভি অ্যাডভেঞ্চার-৯

বরিশাল: মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষ ও হতাহতের ঘটনায় ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বরিশাল বিআইডব্লিউটিএ এর সহকারী পরিচালক মো. সোলাইমান এ বিষয়টি নিশ্চিত করেছন।

তিনি বলেন, দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এর আগে, বৃহস্পতিবার রাত ২টার দিকে ভোলা থেকে ঢাকা রুটে চলাচলকারী এমভি জাকির সম্রাট-৩ ও ঢাকা থেকে ঝালকাঠিগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুর্ঘটনাকবলিত লঞ্চের হতাহত যাত্রীদের ঢাকার সদরঘাটে নেওয়া হয়।

বিজ্ঞাপন

সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহাগ রানা বলেন, লঞ্চে সংঘর্ষের ঘটনায় চারজনের মরদেহ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজন ঢাকার মিটফোর্ড, পঙ্গু হাসপাতাল ও বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরে এ ঘটনায় শুক্রবার সকালে ঝালকাঠি লঞ্চঘাট থেকে অপর অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটিকে জব্দ এবং চারজন স্টাফকে আটক করা হয়।